header banner

Electricity bill : বিদ্যুৎ বিল গ্রহণ কেন্দ্রের সামনে গ্রাহকদের বিক্ষোভ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: WBSEDCL বিদ্যুৎ বিভাগের নিয়ামতপুর বিদ্যুতের বিল গ্রহণ কেন্দ্রে।গ্রাহকদের বিলের টাকা তছরূপের অভিযোগ।ফলে নিয়ামতপুর বিদ্যুৎ বিল গ্রহণ কেন্দ্রের সামনে গ্রাহকদের বিক্ষোভ।অভিযোগ গ্রাহকরা তাদের বিদ্যুতের বিল জমা করতে গেলে ওই বিদ্যুৎ বিল গ্রহণ কেন্দ্রের অফিসে থাকা দুই কর্মী সুব্রত চ্যাটার্জী ও দেবাশীষ মাঝি বিলের টাকা জমা নেন এবং লিঙ্ক না থাকার কারণ দেখিয়ে গ্রাহক দের কাছে টাকা নিয়ে জমা রেখে হাতে লেখা টাকার পরিমান লিখে দেওয়া হতো।এবং পরোক্ষেত্রে গ্রাহক দের বাড়িতে বিদ্যুৎদপ্তর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যায় সেইসময় গ্রাহকরা বুঝতে পারে টাকা জমা হয়নি তাঁদের এবং এরপর জানাজানি হতেই প্রতারিত গ্রাহকরা একত্রিত হয়ে ঐ বিদ্যুৎ বিল জমা করা দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়।ঘটনাস্থলে আসেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।তবে ঐ বিদ্যুৎ দপ্তরে ঐ দুই কর্মীর দেখা না মেলায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়.।

 

{ads}

News Niyamatpur Public Protest Electricity bill সংবাদ

Last Updated :