এদিককে করোনা অন্যদিকে সাইক্লোন। বর্তমান পরিস্থিতিতে করোনার পাশাপাশি হাওড়ার মানুষকে চোখ রাঙাচ্ছে সাইক্লোন ইয়াশ। এহেন পরিস্থিতিতেই মানুষকে সাহায্য করতে শনিবার হাওড়ায় এসে পৌঁছালো এন ডি আর এফ বা, ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। লক্ষ্য মানুষকে ইয়াশ সম্পর্কে সচেতন করে তোলা এবং এই ঘুর্নিঝড় মোকাবিলায় মানুষকে সাহায্য করা।
{link}
আজ গঙ্গা নদীর কাছাকাছি অঞ্চলে বসবাসকারী মানুষকে ঝড়ের দিনে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়ে মাইকিং এর মাধ্যমে জানানো হয় তাদের পক্ষ থেকে। ঝড়ের দিনে সকাল থেকেই ঘরের ভেতরে থাকতে বলা হয়। এছাড়াও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়। আজ ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে মাইকিং করে স্থানীয় মানুষকে এই সাইক্লোনের বিষয়ে সচেতন করেন। স্বাভাবিক ভাবেই এতে মানুষের এই আগামী সময়ে আসতে থাকা ঝড়কে নিয়ে উদাসীনতা কেটে কিছুটা হলেও মানুষকে এই পরিস্থিতিতে লড়াই করার সাহস যোগাবে।
{link}
উল্লেখ্য বিষয় আগের বছর এহেন সময়ের আমফান-এর আঘাতে লন্ডভন্ড হয়ে পড়েছিল হাওড়ার পরিবেশ। অতীত থেকে শিক্ষা নিয়েই এবারে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবেই বলেই আশাবাদী রাজ্য সরকার। বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও রেল কতৃপক্ষের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই কার্যকরী ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রীও।
{ads}