header banner

Gas cylinder : কমেছে সিলিন্ডারের দাম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : স্বস্তি গ্রাহকদের। প্রতিমাসের ১ তারিখ গ্যাসের দাম নিয়ে রিভিউ করা হয়। এবার রিভিউ করার পরেই সিলিন্ডার (Gas cylinder) প্রতি ৪১ টাকা দাম কমানো হলো। ১৯ কিলোগ্রামের গ্য়াসের দাম সিলিন্ডার প্রতি ৪১ টাকা কমলো। মঙ্গলবার থেকে বাণিজ্যক গ্যাসের সিলিন্ডারের দাম হল ১৭৬২ টাকা।

{link}

তবে বাড়িতে ব্যবহার করা গ্যাসের দাম একই আছে। তবে ১ এপ্রিল থেকে রান্নার গ্যাসের দাম কমায় স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষত যারা হোটেল, রেস্তোরাঁ চালায় তাদের জন্য রীতিমতো সুখবর। এর আগে ১ ফেব্রুয়ারিও গ্যাসের দাম কমেছিল।

{link}

৭ টাকা করে কমেছিল সিলিন্ডার প্রতি। তার আগে গত বছরের ডিসেম্বরে ৬২ টাকা করে দাম বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের। বিশ্ববাজারে জ্বালানীর দামের উপর ভিত্তি করে দাম পরিবর্তন করা হয় প্রতি মাসে। বিভিন্ন রাজ্য়ে দাম হয় ভিন্ন ভিন্ন। স্থানীয় ট্যাক্স ও ট্রান্সপোর্ট খরচের উপর নির্ভর করে সেই দাম।

{ads}

News Breaking News Gas cylinder সংবাদ

Last Updated :