শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আজ, ১ মে থেকে দাম কমলো LPG সিলিন্ডারের (LPG cylinders)। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১৭ টাকা কমল। প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের সঙ্গে তুল্যমূল্য বিচার করে।
{link}
সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এ দিন পর্যালোচনার পরই এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বাণিজ্যক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক গ্যাসের দাম আপরিবর্তিত আছে।
{link}
কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৭ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৬৮ টাকা। তা কমিয়ে ১৮৫১ টাকা ৫০ পয়সা করা হল। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।
{ads}