header banner

DA : আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজ্যসরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (DA) নিয়ে কয়েক বছর ধরেই চলেছে হাই কোর্ট, সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। কিন্তু নানা কারণে কিছুতেই শুনানি শেষ হচ্ছে না। সোমবার, ৮ই সেপ্টেম্বর, দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার শুনানি। সোমে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই মামলা উঠবে।

{link}

এরই মধ্যে আশার খবর শোনালেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukhopadhyay)। মলয়বাবুর আশা, পুজোর আগেই বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়ে যাবে। তিনি বলেন, চূড়ান্ত রায়দান হতে আরও কিছুটা সময় লাগতে পারে। পাশাপাশি পুজোর পরে ডিএ মামলার চূড়ান্ত রায় আসতে পারে বলে আশাবাদী তিনি। 

{link}

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা কোন মোড় নেয় সেদিকে নজর রয়েছে সকলের। গুরুত্বপূর্ণ বিষয় হল, এবারের ডিএ মামলাটি “পার্ট হার্ড” (Part Heard) হিসেবে চিহ্নিত হয়েছে। এর অর্থ, যে বেঞ্চ এই মামলার শুনানি শুরু করেছে, সেই বেঞ্চই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে। সুপ্রিম কোর্টের ১১-তে এই বিশেষ বেঞ্চ ডিএ মামলাটি উঠবে। তবে ডিএ মামলার শুনানির আগে যে মামলার শুনানি হবে, সেটি ‘পার্ট-হার্ড ম্যাটার’। অর্থাৎ, মামলাটির শুনানি আগে শুরু হয়েছে, যা বর্তমানে অসমাপ্ত রয়েছে। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা যেহেতু শুরু হবে না। সেক্ষেত্রে ডিএ মামলা ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

{ads}

 

News Breaking News DA Supreme Court সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article