শিয়ালদহ এবং হাওড়ায় সাজ সাজ রব কারণ দীর্ঘ প্রতীক্ষা শেষে আগামীকাল থেকে চলবে ট্রেন। ট্রেন চালু হলে নিত্য যাত্রী উপকৃত হবেন । কলকাতা থেকে অনেক ট্রেনের যাত্রীরা জানিয়েছেন লোকাল ট্রেন চালু হলে সবথেকে বড় সুবিধা বাসের জন্য অতিরিক্ত পয়সা খরচা করতে হবে না।
লকডাউনের দীর্ঘ সময় ধরে ট্রেন বন্ধ থাকায় তাদের সম্পূর্ণভাবে বাসের উপর নির্ভর করতে হয়েছিল ।তাই বাসের ভাড়া ছিল অনেক এবং সব সময়ের জন্য যাওয়া আসা করা সম্ভব হতো না। সে ক্ষেত্রে ট্রেন চলাচল শুরু হলে এই সমস্যাগুলো দ্রুত মিটবে বলে তারা আশা করছেন।
রেলযাত্রীরা জানাচ্ছেন ট্রেনে উঠতে হলে সবাইকে অনেক বেশি সতর্ক ও সচেতন হতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব রাখতে হবে । {ads}