জনবহুল ধুলাগড় এলাকায় গভীর রাতে দুষ্কৃতি হামলা , রাত একটার সময় এক ব্যাক্তির ওপর দুজন দুষ্কৃতি হামলা করে এবং তাঁর থেকে তাঁর সমস্ত জিনিস আদায় করার চেষ্টা করে , ব্যাক্তি বাঁধা দেওয়ায় তাঁরা গুলি ছালায়।ধুলাগড়ের মতো এত জনবহুল এবং গুরুত্বপূর্ণ স্থানে রাতে গুলি চালার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাকরাইল থানার অন্তর্গত ধুলাগোর এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে কোলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার মুখের চোয়ালে আটকে রয়েছে গুলির খোল।অস্ত্রপচার করে বের করার চেষ্টা চলছে।পুলিশসূত্রে জানা গেছে আক্রান্ত ব্যাক্তি সাকরাইল এলাকার বাসিন্দা ।{ads}