সারা বিশ্বে যখন করোনা ব্যাধির সঙ্গে লড়াইয়ে ব্যাস্ত জীবনদাতারা সেই সময় এক নতুন জীবন দিলেন চিকিৎসক সুদীপ্ত মল্লিক। এক ম্যাজিশিয়ানের মতো তিনি ১৫ বছর ধরে জীবনের আশায় থাকা এক তরুণীকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন ।
১৫ বছর আগে অগ্নিদগ্ধ হওয়া পূর্ব মেদিনীপুর জেলার এক তরুণীকে বিরল প্লাস্টিক সার্জারির মাধ্যমে অভিশপ্ত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলেন চিকিৎসক সুদীপ্ত মল্লিক। সোমবার রাতে বাগনানের একটি বেসরকারি হাসপাতালে স্কিন গ্রাফটিংয়ের মাধ্যমে ওই তরুণীর গলায় ওল্ড বার্ন কন্ট্রাকচার দূর করে তাঁকে আর পাঁচজন মানুষের মতোই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। ডাঃ মল্লিক জানান ১৫ বছর আগে ওই তরুণী রান্না করার সময় অগ্নিদগ্ধ হন। তখন তাঁর গলা ও দুই উরুর বেশ কিছুটা অংশ পুড়ে যায়। তিনি স্বাভাবিকভাবে মাথা তুলে দাঁড়াতে পারছিলেন না। এমনকি চামড়া সংকোচনের ফলে তিনি ঘাড় ঘোরানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। সোমবার তাঁর হাটুর নিচ থেকে ছাল নিয়ে গলার পোড়া অংশে অস্ত্রোপচার করে সেখানে ওই ছাল স্থাপন করা হয়। এই ধরনের অপারেশন হাওড়া জেলায় এই প্রথম বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।{ads}