header banner

ব্রীজ তৈরীর উদ্যোগে সম্মিলিত পদযাত্রা

দামোদর নদীর ওপর ব্রীজ নির্মাণের দাবিতে রবিবার শ্যামপুর ২নং ব্লকের দাওয়ানতলায় জমায়েত হয় বহু মানুষ। ব্রীজ তৈরীর দাবিতে বোয়ালিয়ায় ব্রীজ কমিটির উদ্যোগে অরাজনৈতিক ভাবে বহু মানুষ দাওয়ানতলা থেকে বোয়ালিয়া পর্যন্ত পদযাত্রা করেন। {ads}
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, আদালত, কলেজ এবং কলকাতা শহরের মধ্যে যোগ স্থাপনের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যাত্রায় অংশগ্রহণকারী সাধারণ মানুষেরা। 
শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা এই ব্রীজের সপক্ষেই যুক্তি দিয়ে মা মাটি মানুষের সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। ধীরে ধীরে এই পরিকল্পনা অনুযায়ী ব্রীজ তৈরীর পক্ষেই আশ্বাস দিয়েছেন তার দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে।
শ্যামপুর ২নং ব্লক এবং বাগনানের কিছু এলাকার সঙ্গে উলুবেড়িয়া মহকুমার একমাত্র যোগাযোগ ঘটায় দামোদর নদের ওপর বোয়ালিয়া খেঁয়া যেখানে অধিকাংশ সময়ই রাত ৯টার পর পরিষেবা বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত পরিবহন খরচে অসুবিধায় পড়তে হয় বহু মানুষকেই। তাছাড়াও রয়েছে মহিলাদের ওপর ইভটিজিংয়ের নানান অভিযোগ। এই সমস্যার সমাধানের কারণেই এই জমায়েত করা হয়েছে বলে দাবি করছেন উপস্থিত অভিযোগকারীরা। নিত্যদিন চলাফেরার মধ্যেই ব্রীজের সমস্যা একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বহু মানুষ। তাই নির্বাচনের প্রাক্কালে নানান বিষয় সমাধানের সঙ্গে সঙ্গেই মানুষের অভিযোগ মাথায় রেখে ব্রীজের নির্মাণের বিষয়টি খতিয়ে দেখা হয়ে উঠতে পারে মা মাটি মানুষের সরকারের কাছে জনসংযোগ স্থাপনের একটি টার্নিং পয়েন্ট। {ads}
 

Damodar Boyaliya Bridge Uluberiya WestBengal State Government

Last Updated :