header banner

Weather : প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা। একাধিক জায়গায় ধসের পাশাপাশি বিরিকদাড়া, শ্বেতিঝোরার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।

{link}

এছাড়াও, মিরিক রোড, দুধিয়া-পানিঘাটা, দার্জিলিংয়ের (Darjeeling) সুখিয়াপোখরি সহ বেশ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। কালিম্পংয়ে (Kalimpong) একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদুৎ নেই। সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পেশক রোড (Peshok Road) খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

{link}

কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের জেরে মিরিকে থার্বু এলাকায় ধসের ফলে ভেঙে পড়ল একটি বাড়ি। শিলিগুড়িতেও (Siliguri) চলছে নাগাড়ে বৃষ্টি। জলমগ্ন হয়ে পড়েছে নানা ওয়ার্ড। বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় নাগাড়ে বৃষ্টি। কখনও ভারী আবার কখন অতিভারী বৃষ্টিপাতে সমতলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই আবহে মরশুমের প্রথম তুষারপাত (snowfall) দেখা দিয়েছে সিকিমে। উত্তর সিকিমের ছাঙ্গু ও চোপতা ভ্যালি আজ সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে।

{ads}

News Breaking News Kalimpong West Bengal Darjeeling Peshok Road Siliguri snowfall mountains Rain Monsoon Weather Update Weather Report সংবাদ

Last Updated :

Related Article

Latest Article