header banner

শিলিগুড়িতে পুলিশ মিছিল আটকাতেই দেখা দেয় ধুন্ধুমার পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: একাধিক দাবি-দাওয়া নিয়ে বাম শিক্ষক সংগঠন এবিটিএ ও এবিপিটিএ-এর উত্তরকন্যা অভিযান ঘিরে তুলকালাম কান্ড। সোমবার শিলিগুড়ি নৌকাঘাট থেকে বাম শিক্ষক সংগঠন এবিটিএ ও এবিপিটিএ-এর সদস্যরা জাতীয় শিক্ষানীতি ২০২০-র সমস্ত বকেয়া প্রদান সহ কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে আজ পথে নামেন। এই অভিযান ঘিরে যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড করা হয়।
{link}
মিছিলটি তিনবাত্তি মোড়ের কাছে আসতেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ আর তাতেই দেখা দেয় ধুন্ধুমার পরিস্থিতি। শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। করা হয় লাঠিচার্জ। ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের তরফে চালানো হয় জলকামান। যদিও পরবর্তীতে সংগঠনের কয়েকজনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি জমা দেয়।
{ads}

siliguri west bengal news সংবাদ

Last Updated :