header banner

চমকপ্রদ থিম, তাক লাগানো আলোকসজ্জা, জগদ্ধাত্রী পুজোয় জমজমাট চন্দননগর

article banner

নিজস্ব সংবাদদাদাতা, চন্দননগর: দুর্গাপূজা, কালীপূজা ও দীপাবলির পরেই চন্দননগর জুড়ে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। যার জমজমাট ভাব, চোখ ধাঁধানো আলোকসজ্জা, বিশালাকার অপরূপ মাতৃপ্রতিমা ইত্যাদি সবকিছুর প্রতিই মানুষের আকর্ষন বিপুল। দুবছর সেইভাবে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়েনি সারা চন্দনগর জুড়ে। কিন্ত এবছর কার্যত জমজমাট পুজো সাজিয়ে তৈরি চন্দননগর পূজা কতৃপক্ষগুলি। একাধিক ভাবনা, তাক লাগানো থিম ও আলোকসজ্জায় তারাও প্রস্তুত কলকাতাকে টেক্কা দিতে।

{link}
স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, তৃতীয়া থেকেই জমজমাট চনন্দনগরের জগদ্ধাত্রী পুজো। তৃতীয়ার দিন রাত থেকেই মন্ডপে মন্ডপে মানুষের ঢল নেমেছে। যার ফলে পুজোর শুরুর আগেই সূচনা যে বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে তা বলা যেতে পারে। চন্দননগর মানকুন্ডু,  চাপদানি সকল জায়গায় তাদের পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মরিয়া লড়াই। চন্দননগরের বৈশিষ্ট্য জগদ্ধাত্রী পুজোয় আলোর জাদু বিশাল বিশাল প্রতিমা ও সঙ্গে থাকছে থিমের বিভিন্ন প্যান্ডেল। কোথাও সিটি অফ জয় কোথায় ঐক্যতান কোথাও লাইট এর ভেলকি, যত সময় গড়াবে যতই ভিড় উপচে পড়বে এই চন্দননগরে এলাকায়। নিজেদের ঐতিহ্যবাহী উৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রানপন চেষ্টা চালাচ্ছে চন্দননগরবাসী। 
{ads}

news Chandannagar Jagadhatri Puja West Bengal সংবাদ

Last Updated :