দেবী বিসর্জনে বিষাদের সুর , শুধুই দেবী গমন নয় , বিসর্জনে প্রাণ হারালেন বিসর্জনে আগমন মানুষ।
ঠাকুর বিসর্জন করতে গিয়ে ভয়াবহ দূর্ঘটনা মুর্শিদাবাদে।দশমীর বিদায় লগ্নে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ধুপরি ঘাটে ঠাকুর বিসর্জন করতে গিয়ে নৌকা ডুবে জলে তলিয়ে গেলো পাঁচ জন ।
সোমবার রাতে যদিও তাদের মধ্যে প্রথমে চার জনকে পাওয়া গেছে তবে মৃত অবস্থায়। পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম, সুখেন্দু দে (২১), পিনকন পাল ( ২৩), অরিন্দম ব্যানার্জী (২০) , সোমনাথ ব্যানার্জী (২২), নিপন হাজরা( ৩৭)। মৃতরা প্রত্যেকে এক পরিবারের বাসিন্দা। {ads}
স্হানীয়রা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছর ডুবনী বিলে বেলডাঙা শহরের হাজরা বাড়ির দুর্গাপূজো বিসর্জন করা হচ্ছিল নৌকা করে। নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে বিসর্জন পর্ব চলাকালীন হঠাৎ নৌকা উল্টে যায়। তখনই নিখোঁজ হয়ে যায় ৫জন। দশমী দিনে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।{ads}