নদীতে চান করতে নেমে মৃত্যু তিন যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারে। মৃত ব্যাক্তিদের নাম রাহুল শর্মা, রোহন শর্মা, আর রোহিত শর্মা।ঘটনাটি খতিয়ে দেখছেন স্থানীয় পুলিশ। স্থানীয় সুত্রে খবর সোমবার দিন সকালে তিন জনে মিলে নদীতে স্নান করতে যান। হঠাৎই কোন কারনে মাঝ নদীতে তলিয়ে যেতে দেখা যায় তাদের। নদীতে তলিয়ে যাচ্ছে দেখে স্থানীয় লোকেরা ছুটে আসেন। তারপর তিনজনকেই নদী থেকে উদ্ধার করা হয়। তারপরই তাদের নিয়ে যাওয়া হয় মহম্মদ বাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ইতিমধ্যে হাসপাতালেই এসে উপস্থিত হন মহম্মদ বাজারের পুলিশ। পুলিশ সুত্রে খবর তিনজন যুবকের মধ্যে দুজনের বাড়ি মল্লালপুরে, তারা মহম্মদ বাজারে তাদের এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। আর একজন যুবক মহম্মদ বাজারেরই স্থায়ী বাসিন্দা।পুলিশ মৃতদের পরিবারের লোকেদের খবর দিয়েছে।
ঠিক কি কারনে মৃত্যু হয়েছে জানার জন্য মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। প্রশাসনের লোকজনই নিয়ে যায় দেহ গুলি। সিউড়ি হাপাতালে রয়েছে সিউড়ি থনার পুলিশ। তিনজন মৃতের মধ্যে যার নাম রাহুল শর্মা, তিনি সবে মাত্র চাকরি পেয়েছিলেন ইন্ডিয়ান আর্মিতে।কয়েকদিন পরই ছিল তার জয়নিং।ভাগ্যের কি পরিহাস।দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করার আগেই অকালে চলে যেতে হল তাকে। স্বপ্নপূরণ হয়েও হলোনা।
{ads}