শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার মধ্যরাতে বিষয়টা রেল পুলিশের নজরে আসে। এটা দুর্ঘটনা না আত্মহত্যা তা নিয়ে এখনও সন্দেহ দূর হয় নি। রাস্তার ওপর পরে দেহাংশ। ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে দেহ‘র বিভিন্ন অংশ। কোথাও পা তো, কোথাও মাথা। দক্ষিণ পূর্ব শাখার হাওড়ার দাশনগর (Dasnagar) ও টিকিয়াপাড়া (Tikiapara) স্টেশনের মাঝে চ্যাটার্জী পাড়ার (Chatterjee Para) ঘটনা।
{link}
দীর্ঘক্ষণ পরে থাকে দেহ। না পুলিশ না জিআরপি, কেউই উপস্থিত হয়নি। অবশেষে রাত তিনটের পর দেহ উদ্ধার করল সাঁতরাগাছি GRP। নটবরপাল রোডের দিয়ে গেছে রেল লাইন। রাত এগোরাটা নাগাদ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির।
{link}
ট্রেনের ধাক্কায় ব্যক্তির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পরে রাস্তায়। পুলিশ নাকি রেল পুলিশ, দেহ উদ্ধার করবে কে, তা নিয়েই চলে টানাপোড়েন। এখন পর্যন্ত ওই দেহ চিহ্নত হয় নি। এই নিয়ে কোনো অভিযোগও দায়ের করা হয়নি।
{ads}