header banner

SIR News: ফের মৃত্যু BLO -এর! SIR এর ট্রেস নিতে না পাড়াতেই নমিতা হাঁসদার ব্রেনস্ট্রোকে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে 'SIR' আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে। বহু মানুষ এর মধ্যে আত্মহত্যা করেছে। এবার এক BLO র স্ট্রোকে মৃত্যু হলো। পরিবারের দাবি,এসআইআর (SIR)-এর কাজ নিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, তাড়াতাড়ি ফর্ম বিলির জন্য বারবার বলা হচ্ছিল। এই পরিস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি নমিতার স্বামী মাধব হাঁসদার। শনিবার সন্ধ্যায় ফর্ম বিলি করার পর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। ব্রেন স্টোক হয় তাঁর। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। স্বামী মাধব হাঁসদা বলেন, “খুব চাপ দেওয়া হচ্ছিল। কত ফর্ম বিলি করতে হবে, তার টার্গেট বেঁধে দেওয়া হত। বিডিও অফিস থেকে বলা হত, ‘কী কাজ করছেন?’ বারবার বলেছিলাম, বেশি চাপ নেবে না।” কিন্তু তারপর মানসিক চাপ কমেনি নমিতার।

{link}

  এসআইআর আবহে বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর এসেছে। তবে বিএলও-র মৃত্যুর ঘটনা এই প্রথম। জেলাশাসক আয়েশা রানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে বলেন, “জেলায় তো সবাই কাজ করছে। কী হয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখছি।” বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “আমরা কোনও চাপ দিইনি। যাঁরা চাপ দিয়েছে, তাদের ব্যাপার।"

{ads}

SIR News Update SIR SIR Death SIR West Bengal Bengali News Namita Hansda BLO Death News BLO Death সংবাদ মৃত্যু বিএলও

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article