শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সকালেই মৃত্যুর খবর। ঘটনাটা সন্দেশখালির (Sandeshkhali) ধামাখালি রোডে। সাত সকালে সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের, গুরুতর আহত আরও এক। ঘটনাটি সন্দেশখালি থানার ধামাখালি রোডের উপর রামপুর এলাকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই টোটো আরোহীর। আরও একজন টোটো আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধামাখালি থেকে একটি সরকারি বাস সরবেড়িয়ার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। তবে দুর্ঘটনার পরই গাড়ি না থামিয়ে চালক বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত টোটো আরোহীকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
{link}
সকালের দিকে রাস্তা ফাঁকা থাকে। সেই সময় বাস লরির মত বড় গাড়ির চালকরা ট্রাফিক আইন না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি নিয়ে ছুটে চলেন বলে স্থানীয়দের অভিযোগ। এই দুর্ঘটনাটিও সেই কারণে ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পাশাপাশি ঘাতক বাসের চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
{ads}