header banner

বরানগরে প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে ছাত্রের মৃত্যু, গেট বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বরানগরে প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। মৃত ছাত্রের নাম প্রিয়রঞ্জন সিং। আত্মহত্যার কারনেই তার মৃত্যু হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ, সঠিক সময়মতো ব্যবস্থা নিলে কিংবা পদক্ষেপ গ্রহন করলে ওই যুবকের প্রানরক্ষা করা সম্ভব হত। এই বিষয়ের প্রতিবাদেই মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখায় ছাত্ররা। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ আসলে পুলিশের সাথেও বচসা হয়। ফলপ্রসূত পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়।

{link}
ছাত্রদের অভিযোগ হাসপাতালে কোনরকম কোন ইমার্জেন্সি ব্যবস্থা নেই, আর সেই কারণেই সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় প্রিয় রঞ্জন সিং নামে ওই ছাত্রের । হাসপাতালের গেট বন্ধ রেখে পরিষেবা বন্ধ রেখে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র-ছাত্রীরা । বরানগরে থানার পুলিশ খবর পেয়ে দেরিতে আসায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। কলেজ থেকে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। 
{ads}

news Baranagar Protest West Bengal death student সংবাদ

Last Updated :