header banner

কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে দার্জিলিং-এর ভারতীয় জওয়ানের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: কাশ্মীরে জঙ্গি দের সঙ্গে লড়াইতে নিহত হলেন ভারতীয় সেনার জওয়ান সিদ্ধান্ত ছেত্রী। তিনি দার্জিলিং এর বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ।গতকাল  সকালে জঙ্গীদের সাথে লড়াইতে সিদ্ধান্তের মৃত্যু  হয়েছে বলে জানা গেছে। নিহত জওয়ানের বাড়ি দার্জিলিং এর বিজনবাড়িতে। মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল তার। তারপরেই ঘটে গেল এহেন অনিশ্চিত মৃত্যু। ঘটনার খবরে সিদ্ধান্ত এর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  

{link}

ছোটবেলা থেকে সেনাবাহিনীর দলে যোগ দেবার কথা চিন্তা করত সে। পাড়ার সকলের প্রিয় সিদ্ধান্ত । খেলাধুলা করতে ভালোবাসতেন তিনি বলেও জানা গিয়েছে । তার মৃত্যুর খবরে শোকের ছায়া চলে এসেছে গোটা বিজনবাড়ি জুড়ে। তার কফিনবন্দি দেহ ফেরার অপেক্ষায় প্রহর গুনছে বিজন বাড়ি। সূত্রের খবর, গতকাল সেনাবাহিনীর রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে অভিযান চালায়। পাল্টা জঙ্গিরাও গুলি বৃষ্টি করে। নিহত হয় সেনাবাহিনীর কয়েকজন যাওয়ার তার মধ্যে রয়েছেন দার্জিলিংয়ের বিজনবারির সিদ্ধান্ত। এছাড়া বেশ কয়েকজন জাওয়ান আহত হন। আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

{ads}

news Indian Army Darjeeling North Bengal West Bengal সংবাদ

Last Updated :