নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ চোখে মুখে আনন্দের হাসি দাসপুরের পরিচিত পান্তি পিসির। গতবছর আমফান ঝড়ের আগে দাসপুর গ্রামের শিখা চক্রবর্তী। যাকে গ্রামের সবাই চেনেন পান্তি পিসি নামে, সেই পান্তি পিসির ত্রিপল দিয়ে ঢেকে রাখা মাটির বাড়ি খুবই নড়বড়ে ছিল। এমনই অবস্থা ছিল যে ভয়ে সেই ঘরে তিনি থাকতে না পেরে বাইরে আশ্রয় নেন। এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোলে তা নজরে পড়ে ঘাটালের সংসদ দীপক অধিকারীর। যাকে বাংলার সিনেমাপ্রেমী মানুষ চেনেন দেব নামে।
{link}
দেব তার প্রতিনিধি রামপদ মান্নাকে হস্তক্ষেপ করতে বলেন এবং পান্তি পিসির বাড়ি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন। তারপরেই সেই পুরানো জীর্ণ মাটির বাড়ি ভেঙে দেব তার ব্যক্তিগত অর্থে এই বাড়িটি করে দেয় তার সঙ্গে দেবের অনুরোধে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাড়ে ৫ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মিত হয়।যার মধ্যে জেলা প্রশাসন থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা সাহায্য করা হয়। বাকি টাকা অর্থাৎ ৪লক্ষ ২০ হাজার টাকা দেব তার নিজের পকেট থেকে খরচ করেন। বাড়ির মধ্যে দু কামরা ঘর,পায়খানা বাথরুম, রান্নাঘর সবেরই ব্যবস্থা করা হয়েছে। আজ ২৯ আগস্ট পান্তি পিসির ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠান হল। উদ্বোধন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন,সাংসদের উদ্যোগে পান্তি পিসির বাড়ি সম্পন্ন হয়েছে, এই কর্মসূচি খুবই ভালো লেগেছে। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন,শেষপর্যন্ত বাড়ি সম্পন্ন করা গিয়েছে।খুবই ভাল লাগছে। মিলেছে আশ্রয়স্থান,মুখে একঝলক হাসি, নতুন বাড়ি পেয়ে এখন মনের আনন্দ প্রকাশ করার ভাষা নেই পান্তি পিসির।
{link}
একদিকে যখন তৃণমূলের একাধিক নেতার বাড়িতে ইডি, সিবিআই-এর হানায় কাবু তৃণমূল শিবির তখনই প্রকাশ্যে আবারো একবার উঠে এলো সাংসদ দীপক অধিকারী বা দেব-এর মানবিক মুখ। রাজ্যের সমস্ত রাজনৈতিক নেতা যে দুর্নীতিগ্রস্ত নন, তার প্রমান চোখে আঙুল দিয়ে করে দিলেন অভিনেতা। রাজনৈতিক মহলে সেই কারনে এখন একটা অংশের মানুষের মুখে, রাজ্যে যেমন পার্থ, অনুব্রতরা রয়েছেন সেইরকম কিছু দেব ও রয়েছেন। যাদের কাছে মানুষের পাশে দাঁড়ানোই জীবনের মূল মন্ত্র, মানুষের বিপদের বন্ধু হয়ে রয়েছেন তারা।
{ads}