header banner

রাজ্য সরকারের নয়া কর্মসূচির নাম 'খেলা হবে' অনুকরনে,স্বীকৃতি পেল দেবাংশুর স্লোগান

article banner

একুশের নির্বাচনে তৃনমূলের অন্যতম পরিচিত ও গুরুত্বপূর্ন স্লোগান ছিল,”খেলা হবে”। সেই স্লোগানেই কার্যত এবারে নিজেদের লড়াইয়ের স্পিরিট খুঁজে পেয়েছিল তৃণমূলের কর্মীরা। তারপর খেলা সম্পূর্ন হয়েছে, এসেছে বিপুল জয়। সেই জয়ের পিছনে থাকা এই স্লোগানকে স্বীকৃতি দিতেই এবার উদ্যোগী হল তৃণমূল। 

{link}
 দেবাংশু ভট্টাচার্যের লেখা লাইনের স্বীকৃতি প্রাপ্তি, যার ফলে রাজনীতির ময়দান থেকে ক্রীড়াপ্রেমীর ময়দানে চলে এল ‘খেলা হবে’, রাজ্য সরকারে নয়া ক্রীড়া কর্মসূচির নাম এবার রাখা হল ‘খেলা হবে’। এই কর্মসূচির মধ্যে দিয়েই ফুটবল খেলার উন্নয়নে উদ্যোগী ক্লাবগুলিকে ফুটবল বিলি করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এ ব্যাপারে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতে নির্দেশিকা পাঠিয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব।  

{link}
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে খেলা হবে গানটি তুমুল জনপ্রিয় হয়। তৃণমূলের প্রতিটি জনসভায় নিয়ম করে বাজানো হত দলীয় এক কর্মীর লেখা গানটি। তৃণমূলের সিংহভাগ নেতা-কর্মীর বিশ্বাস, এই গানটির তুঙ্গ জনপ্রিয়তার জন্যই জয় হয়েছে অনায়াস। সেই কারণেই গানটির খেলা হবে শব্দবন্ধটিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এটা মূলত প্রথমে দেবাংশু তৈরি করেছিলেন স্লোগান হিসেবে। পরে একজন ডিজে সেই স্লোগানের সাথে মিউজিক সংযুক্ত করে তাকে গানে পরিনত করেন। সেই থেকেই বাড়ে এর জনপ্রিয়তা। সূত্রের খবর অনুযাই জয়ী নামের একটি ব্র্যান্ডের ফুটবল বিতরণ করা হবে। তবে ফুটবলের মানোন্নয়নে যে ক্লাবগুলি সদা সচেষ্ট, তাদের কতগুলি করে বল দেওয়া হবে, তা জানা যায়নি। 
{ads}

Debangshu Bhattacharya Khela Hobe TMC Slogan Mamata Banerjee Trinamool Congress Politics West Bengal India খেলা হবে দেবাংশু ভট্টাচার্য রাজনীতি

Last Updated :