header banner

Deepak Adhikari : লোকসভা নির্বাচনে নাম ঘোষণা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :লোকসভা নির্বাচনে নাম ঘোষণা হওয়ার পর ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল । সভায় এসে অভিনেতা দেব মন্তব্য করেন গত তিন বছরে যে আরোপগুলো আমার ওপর আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি কারো কাছ থেকে আমি এক টাকাও নেইনি, যদি প্রমাণ কারো কাছে থাকে তবে ইডি সিবিআই এর কাছে দিয়ে আসুক, আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারো এক টাকাও মেরে নিজের সংসার খরচ চালায়নি। আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো করার চেষ্টা করেছি, কোরনার সময় সব সাংসদরা বাড়িতে ছিল আমি তখন রাস্তায় ছিলাম অ্যাম্বুলেন্স নেই কারোর কাছে অক্সিজেন নেই তখন আমি রাস্তায় ছিলাম, মানুষ ভোট দেয় দলের নেতাদেরকে কাছে পাওয়ার জন্য।

{ads}

News Election Politics Dev Ghatal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article