header banner

Kalna : দোতলার ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কালনা (Kalna) কাটোয়া এসটিকে রোডের উপর তেঁতুলতলা সংলগ্ন বারুইপাড়ায় বিশ্বজিৎ ভৌমিক(৫১)নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। কয়েকদিন ধরে বাড়ি থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সোমবার সেই বাড়ির দোতলার ঘর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার।

{link}

জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন। গত তিনদিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। এদিন বিকেলের পর স্থানীয় বাসিন্দারা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পান। খবর দেওয়া হয় কালনা থানায়। খবর পেয়ে আসেন কালনা পৌরসভার উপ পৌরপ্রধান তপন পোড়েলও। মৃতের এক আত্মীয় শ্রাবণী ভৌমিক বলেন, "এলাকাবাসীদের মারফত জানতে পারি গত তিন-চারদিন ধরে ও বাড়ি থেকে বের ছিল না।

{link}

আজ বিকেলের পর বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী গিয়ে দেখেন, বিশ্বজিৎ মারা গিয়েছেন।” এরপরই খবর দেওয়া হয় কালনা থানার পুলিশকে। কালনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

{ads}

 

News Breaking News Kalna সংবাদ

Last Updated :