header banner

Rekha Gupta : দিল্লির নতুন মহিলা মুখ্যমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিল্লিতে বিজয়রথ অব্যাহত রেখেছে বিজেপি (BJP)। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী (CM) নাম নিয়ে। অবশেষে বুধবার বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। তিনি হবেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সময়ে দেশের আর কোনও বিজেপি শাসিত রাজ্য়ে মহিলা মুখ্যমন্ত্রী নেই। রেখাই হবেন আপাতত বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।

{link}

নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন রেখা গুপ্তা। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, আমার ওপর আস্থা রাখার জন্য দলের শীর্ষনেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই। দিল্লির উন্নয়নের জন্য সব কাজ করতে আমি প্রস্তুত। ইতিমধ্যে দিল্লি বিজেপি অফিসে গেরুয়া আবিরে ভরে গেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নামে শ্লোগান উঠেছে চারিদিকে। বিজেপির তরফে আরও জানানো হয়েছে, দিল্লি বিধানসভার স্পিকার হচ্ছেন রোহিনী বিধানসভার বিধায়ক বিজেন্দর গুপ্তা। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরভেশ ভার্মা। দিল্লির বিধানসভা নির্বাচনে শালিমার বাগ কেন্দ্র থেকে ২৯,৫৯৫ ভোটে জিতেছিলেন রেখা। আপের বন্দনা কুমারীকে হারিয়ে ছিলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা গুপ্তা।

{link}

৫০ বছর বয়সি রেখা ছোট থেকেই আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন। দিল্লি বিজেপির যুবনেত্রী হিসাবেও বেশ পরিচিত রেখা। ১৯৭৪ সালে হরিয়ানার জিন্দ জেলায় নন্দগড় গ্রামে তাঁর জন্ম। তাঁর বাবা স্টেট ব্যাঙ্কের আধিকারিক ছিলেন। মাত্র দুবছর বয়সে হরিয়ানা ছেড়ে দিল্লিতে চলে আসেন রেখা। রাজধানীতেই পড়াশোনা করেছেন তিনি। প্রথমবার বিধানসভায় পা রেখেই সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বেনিয়া সম্প্রদায়ের এই নেত্রী। এই নিয়ে চতুর্থবার মহিল মুখ্যমন্ত্রী পেতে চলেছে রাজধানী।

{ads}

News Breaking News Delhi DelhiElection2025 BJP Rekha Gupta সংবাদ

Last Updated :