header banner

Harishchandrapur : মদের ঠেক বন্ধের দাবিতে,বিক্ষোভ মহিলাদের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গ্রামে বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের (Woman Protest) ।প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারির হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানার টিলডাঙ্গি গ্রামে।ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।পুলিসের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন।

{link}

এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিস।অভিযোগ,গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনা-বেচা।বাড়ির পুরুষরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে।মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা।এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।অসাধু কারবারীদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোন‌ও কথা শুনছে না।

{link}

অপরদিকে সন্ধ্যা হতেই বাইরে থেকে গ্রামে মদের ঠেকে মদ পান করতে আসছে।এর ফলে এলাকায় অসম্ভব হারে বেড়ে গিয়েছে মদ্দ্যপ ব্যক্তিদের উপদ্রব ও চুরি।দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল।রাতের অন্ধকারে মদ্য ব্যক্তিদের অত্যাচার ও অভব্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের উপর।এলাকা নেশার আখড়া হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে।মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোন কাজে যেতে পারছে না।স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে।

{ads}

News Breaking News West Bengal Tilldangi Harishchandrapur Police Station Women Protest Illegal liquor seller alcoholic School College Student Family ban alcohol Police সংবাদ

Last Updated :