header banner

বসিরহাটে অবৈধ নির্মান উচ্ছেদ নিয়ে বিক্ষোভ, সম্বল হারিয়ে হা হুতাশের চিৎকার

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: অবৈধ নির্মান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত বসিরহাট। মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু'নম্বর ব্লকের ঘোড়া রস কুলিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের শতাব্দী প্রাচীন ঘোড়া রস হাটখোলা বাজার জমির একাংশ আদালতের নির্দেশে ভাঙতে যায় মাটিয়া থানার পুলিশ। সেই উচ্ছেদ ঘিরে রীতিমতো পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যবসায়ীরা। প্রায় দু কাঠা জমির উপরে চারজন ব্যবসায়ী অবৈধভাবে দখল করে দোকান করে রেখেছিল। বাজারের অন্য এক ব্যবসায়ী হাইকোর্টে মামলা করে। সেই মামলার গত মাসের ২২ শে ডিসেম্বর বেআইনি নির্মান উচ্ছেদের দের জন্য প্রশাসনকে নির্দেশ দেয় আদালত। আজ প্রশাসন গিয়ে সেই দোকানগুলো ভাঙতে শুরু করলে বিক্ষোভে ফেটে পড়েন দখলদারি ব্যবসায়ীরা। বলেন ২২ তারিখে নির্দেশ থাকা সত্ত্বেও সেই নোটিশ না জানিয়ে হঠাৎই আজ এসে প্রশাসন জেসিপি দিয়ে ভাঙতে শুরু করেছে যার জন্য আমরা মালপত্র সরাতে পারিনি, ব্যাপক ক্ষতি হয়েছে।

{link}
চোখের জল, তার সাথে সম্বল হারানোর চিৎকার শোনা যায় ঘটনাস্থল জুড়ে। অবৈধ নির্মানকারীদের মধ্যে একজনের অভিযোগ, এখন তারা এই গরিব মানুষেরা নিজেদের এই উপার্জনের একমাত্র আশ্রয় হারিয়ে কোথায় যাবেন, কি করবেন? তিনি উচ্চ আদালত থেকে যথাযথ ন্যায়ের জন্য দাবি করেন। এছাড়াও সম্পূর্নভাবে এই ঘটনায় বর্তমান শাসকদলের বিরুদ্ধে প্রভাব খাঁটানোর অভিযোগ করতে থাকেন। যদিও সম্পূর্নভাবেই অবৈধ নির্মান ভঙ্গ করা হয় জেসিবির সাহায্যে। বিক্ষোভ ও পরিস্থিতির কারনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল র্যা ফ। 
{ads}

news Basirhat South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :