শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিজেপি থেকে এসে ঘাটালে কংগ্রেসের প্রার্থী হয়েছেন পাপিয়া চক্রবর্তী। বিধান ভবনে বিক্ষোভ ঘাটাল লোকসভার কংগ্রেস নেতা-কর্মীদের। পর্যবেক্ষক গোলাম মিরকে লিখিত অভিযোগ। বিধান ভবনে বিক্ষোভ। শ্যামল ঘোষকে প্রার্থী করার প্রস্তাব ছিল তবে তা হয়নি। বিক্ষোভরত কর্মীদের ডেকে পাঠালেন পর্যবেক্ষক মির । পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা (১) জেলা কংগ্রেসের দুই আসন ডায়মন্ডহারবার ও মথুরাপুর প্রার্থী নেই দলের। দুই আসনেই সিপিএম প্রার্থী। সিপিএমের প্রার্থী দেয়া হবে কাকে জানিয়ে দেওয়া হয়েছে বা কোন বৈঠক করা হয়েছে কিনা জানতে চায় তারা । বৈঠক চলাকালীন ক্ষোভ বিধান ভবনে। হাতাহাতিও শুরু হয় কর্মীদের মধ্যে।
{ads}