header banner

হাওড়ায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২, মৃত দাশনগর পি রোডে বাসিন্দা অক্ষয় মজুমজদার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। বুধবার সকালে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে, হাওড়া পুরসভার ৮ নং ওয়ার্ডের অন্তর্গত দাসনগর পি রোডের বাসিন্দা অক্ষয় মজুমদার(৩৭) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর ডেথ সার্টিফিকেটে  মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু জ্বরের উল্লেখ আছে। ডেঙ্গু ঘিরে আতঙ্ক বাড়ছে হাওড়া শহরে বসবাসকারী মানুষদের মধ্যে। ফের আরও একবার চেপে ধরছে মৃত্যুর আতঙ্ক।

{link}
পারিবারিক সূত্রে খবর জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী। কিন্তু হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই তার প্লেটলেট দ্রুত গতীতে পড়তে শুরু করে। পরে অবস্থার অবনতি হলে তাকে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন চিকিৎসা চললেও তার রক্তের প্লেটলেট হু হু করে কমতে থাকে। পরে অবস্থার অবনতি হলে দীর্ঘ লড়াই শেষে আজ সকালে তিনি মারা যান। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন করা হলে তারা জানান, এলাকায় নর্দমা পরিস্কার করা হলেও তা নিয়মিত ভাবে করা হয় না। এলাকার নর্দমার অবস্থাও অত্যন্ত নোংরা তা সাংবাদিকদেরও ঘটনাস্থলে চোখে পড়ে। কার্যত যা বলা চলে ডেঙ্গুর বসবাসের উপযুক্ত যায়গা।

{link}
এই প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন গত কয়েক সপ্তাহে ডেঙ্গু কেসের সংখ্যা বেড়েছে। তবে ওই রোগীর কোমরবিডিটি ছিল কিনা তা দেখতে হবে। ডেঙ্গু রুখতে শীঘ্রই চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করতে প্রচার চালানো হবে। কিন্তু আতঙ্কের বিষয়, মৃত্যু, যা কিন্তু থেমে থাকছে না, থামছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। ফলে আতঙ্কও বেড়েই চলেছে হাওড়াবাসীর মধ্যে। 
{ads}

news death dengue Howrah West Bengal HMC Howrah Municipal Corporation সংবাদ

Last Updated :