নিজস্ব সংবাদদাতা: ইউরো কাপে চলতি ম্যাচে ভয়াবহ দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ফের দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলের বড়ো মঞ্চে কামব্যাক করলেন ক্রিস্টিয়ান এরিকসেন। ফের ডেনমার্কের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে দাপিয়ে বেড়াতে দেখা গেল তাঁকে। কিন্তু এরিকসনের প্রত্যাবর্তনের ম্যাচ স্মরণীয় করে রাখতে পারল না ডেনমার্ক। টিউনিশিয়ার বিরুদ্ধে তাঁদের ম্যাচ শেষ হল গোলশূন্যভাবেই। টিউনিসিয়ার দুরন্ত লড়াইয়ের কাছে আটকে যেতে হল ক্যাসপার ডলবার্গদের।
{link}
ইউরো কাপে দুরন্ত ফর্মে থাকা ডেনমার্কের উপর এই বছর কাতারে তার দেশের সমর্থকদের আশা ও ভরসা বিপুল। কিন্তু বিশ্বকাপে কার্যত এই বছরে শুরু থেকেই চমক দিচ্ছে ছোট দলগুলি। চোখে পড়ছে তাদের দুরন্ত মরিয়া লড়াই। আজকের দ্বিতীয় ম্যাচে, টিউনিসিয়া ও ডেনমার্কের মধ্যে লড়াইয়েও কার্যত চোখে পড়ল সেই একই ছবি। দুই দলের মধ্যে লড়াই ছিল চোখে পড়ার মতো। কেউ মাঠে এক ইঞ্চিও জমি ছাড়তে প্রস্তুত ছিল না। তবে সুযোগ এসছিল দুই দলের কাছেই। গোলের সুবর্ন সুযোগও পায় ডেনমার্ক। কিন্তু বল জালে জড়ায়নি। বেশ কয়েকটি দুরন্ত আক্রমণ তুলে এনেছিল টুনিসিয়াও। তবে ডেনমার্কের বেশ কয়েকটি আক্রমণ দক্ষতার সাথে আটকে দেন টুনিসিয়ার গোলরক্ষক। মাঝে মাঝে চিনের প্রাচীরের ভূমিকায় দেখা যাচ্ছিল টিউনিশিয়ার গোলরক্ষককে। ম্যাচের ৬৮ মিনিটে হয়তো এরিকসনই নিজের দলকে জিতিয়ে দিতে পারতেন। বক্সের বাইরে থেকে তিনি যে অনবদ্য শটটি নিয়েছিলেন, সেটাও কোনওক্রমে বাঁচিয়ে দেন গোলরক্ষক। ইনজুরি টাইমেও অনবদ্য একটি সেভ করেন তিনি। মূলত তাঁর জন্যই গোলশূন্যভাবে শেষ হয় খেলা। এই ম্যাচে আইমেন দাহমেন যে নিজের একটি বড়ো ছাপ ফেলে গেলেন তা স্পষ্ট।
{link}
বহু ক্রীড়া বিশেষজ্ঞই কাতার বিশ্বকাপে ডেনমার্ক কে ‘ডার্ক হর্স’ নামে আখ্যায়িত করেছেন। ইউরো কাপে তাদের দুরন্ত লড়াইয়ের পর সেহেন দুরন্ত লড়াই বিশ্বকাপেও যে তারা দেখাতে চলেছে, সেই ধারনাই করেছিলেন সবাই। কিন্তু টিউনিশিয়া, সৌদি আরবের মতো টিমগুলির লড়াই যে এবারে শক্তিশালী টিমগুলিকে জোর ধাক্কা দিতে শুরু করে দিয়েছে তা স্পষ্ট। আগামীতে আর কি বড়ো চমক দিতে চলেছে বিশ্বকাপ?
{ads}