শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক মৃতদেহর চোখ তুলে নিয়েছিল কেউ - এই নিয়ে কয়েকদিন আগেই উত্তাল হয়েছিল বারাসাত হসপিটাল। এবার হসপিটাল কর্তৃপক্ষ আরো সচেতন। কয়েকদিন আগেই হাসপাতালের বিরুদ্ধে মৃতদেহের চক্ষু চুরির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে স্বাস্থ্য দফতরের দেওয়া তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে জানায়, মৃতদেহের চোখ ইঁদুর জাতীয় প্রাণী খেয়ে নিয়েছে। সেই রিপোর্ট ঘিরে চলতে থাকা আলোচনার মাঝেই এবার হাসপাতালের পরিষেবা উন্নতিতে সরব হল কর্তৃপক্ষ। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমএসভিপি অভিজিৎ সাহা জানান, রোগী ও তাদের পরিবার দ্রুত এবং অসুবিধাহীন পরিষেবা পান এটাই এখন হাসপাতালের মূল লক্ষ্য। তাঁর বক্তব্য, বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীরা আসেন পরিষেবা পেতে। আর তা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।
{link}
তিনি আরও বলেন, হাসপাতালে পরিষেবা গ্রহণের সময় কারও কোনও সমস্যা হলে বা কোনও অভিযোগ থাকলে তা সরাসরি তাঁর কাছে জানাতে পারেন। অভিযোগ পেলেই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। এই উদ্যোগের ফলে পরিষেবা কতটা উন্নত হয় এবং সমস্যা সমাধানে কতটা গতি আসে, এখন সেদিকেই নজর সচেতন নাগরিকদের। চোখ নিখোঁজ সহ হাসপাতালের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরবর্তীতে, এই পদক্ষেপকে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। এখন দেখার, বাস্তবে তা কতটা কার্যকরী হয়।
{ads}