header banner

নেই অনুব্রত, নিজেদের মধ্যে ঐকের বার্তা দেওয়ার মরিয়া চেষ্টা অভিভাবকহীন বীরভূম তৃণমূলের

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: জেলায় দলের প্রধান স্তম্ভ ছিলেন তিনি। তার কাঁধে ভর করেই দাপুটে ঘাসফুল ফুঁটেছিল বীরভূমের মাটিতে। কিন্তু সেই অনুব্রতই এখন সিবিআই-এর আঘাতে কাবু। সিবিআই কাস্টডিতেই কাটছে দিন। অভিযোগ উঠেছে একাধিক, একাধিক কেলেঙ্কারিতে জড়িয়েছে নাম। যার মধ্যে গরু পাচার অবশ্যই অন্যতম। দলনেতাকে হারিয়ে এখন কার্যত শিরদাঁড়া গায়েব হয়ে গিয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের। এই পরিস্থিতি সামলাতে ও দলের মধ্যে ঐক্য বাড়াতে বুধবার তৃণমূলের মিছিল বোলপুরে। বিজেপি তিথা কেন্দ্র সরকারিকে তীব্র আক্রমের পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দেওয়ার মরিয়া চেষ্টা করছে বীরভূম জেলা তৃণমূল শিবির। এদিন বোলপুরের ডাকবাংলোর সামনে থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। শেষ হয় চৌরাস্তার মোড়ে। 

{link}
মিছিল শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন। তিনি বলেন, 'একজনকে ঢুকালে, ম্যালাইন করে লাভ নেই। হাজার হাজার অনুব্রত মন্ডল বীরভূমে আছে। দায়িত্ব নেবার জন্য রেডি আছে। একজনকে সরালে, হাজার জনকে সরালেও তৃণমূল কংগ্রেস মরবেনা। পঞ্চায়েত ভোটে আপনাদের জবাব দিতে হবে। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। আমাদের দেখিয়ে দিতে হবে বাংলার মানুষ জবাব দিতে জানে। কেন্দ্র সরকার নারী নিয়ে অনেক কথা বলেন। আবার দেখা যাচ্ছে নারীর ধর্ষনকারীদের ছেড়ে দিচ্ছে। বিজেপি সরকার তৃণমূলকে ক্ষমতার জোড়ে পিষে রাখতে চাইছে। অনুব্রতের ধাক্কা যে দলীয় সংগঠনকে জোর আঘাত করেছে তা স্পষ্ট। এখন সেই আঘাত সামলাতেই মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির। 
{ads}

news Anubrata Mondal TMC Trinamool Congress CBI Birbhum West Bengal সংবাদ

Last Updated :