header banner

Mahua Moitra : সাংসদ পদ হারিয়েও, জয়ী মহুয়া মৈত্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে ফের একবার কৃষ্ণনগর থেকে জয়ী হলেন মহুয়া মৈত্র।ভোটের আগে তাঁর সাংসদ পদ বাতিল হয়েছিল। ফের একবার তাঁকে সংসদে পাঠাল কৃষ্ণনগর।এবার তাঁর বিরুদ্ধে ছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, সিপিএম প্রার্থী এস এম শাদি।

{link}

প্রথম দিকে মহুয়া মৈত্র পিছিয়ে থাকলেও, ইভিএম কাউন্টিং শুরু হওয়ার পর থেকেই মহুয়া এগোতে থাকেন। জয়লাভের পর নদীয়া জেলা প্রশাসনিক ভবনে সার্টিফিকেট নিতে গেলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নদীয়ার জেলা শাসক এস অরুন প্রসাদের হাত থেকে জয়ের শংসাপত্র নিলেন  তৃণমূল প্রার্থী। একই সাথে ফুল দিয়ে জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান নদীয়ার জেলাশাসক।

{link}

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহা জানান, নিজের জয়ের থেকেও বেশি আনন্দ দলের মিশন সাকসেসফুল হওয়ায়। তার এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উৎসর্গ করলেন তিনি এছাড়াও মানুষের আশীর্বাদ থাকলে আগামীতে সংসদে তার গর্জন আরব তীব্রতার হবে বলেও জানান তিনি। যেহেতু সংসদে দাঁড়িয়ে তিনি বলে এসেছিলেন তাদের চিতায় তুলবেন আর তাই জনগণ অর্থাৎ গণদেবতা বিজেপিকে সমচিত জবাব দিয়ে চিতায় তুলে দিয়েছেন।

{ads}

 

News Breaking News TMC Mamata Banerjee CM West Bengal Abhishek Banerjee Mahua Moitra TMC Candidates Krishnanagar Vote Voter Election Election 2024 Lok Sabha Election Politics Politicia

Last Updated :