ভয়বাহ অগ্নিকান্ডে জ্বলে পুড়ে ছারখার হয়েগেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জঙ্গিপুর সুপারস্পেশালিটি হাসপাতাল সংলগ্ন বাজারের দোকানপত্র।গতকাল রাত দশটা নাগাদ বাজারের অভ্যন্তরে ঘটেছে ঘটনাটি।ভয়বাহ অগ্নিকাণ্ডের ফলে কমপক্ষে প্রায় ২০টির বেশি দোকন জ্বলেপুড়ে ছাই হয়ে গেছে।পুড়ে গেছে ফলমান্ডি, খাবারের দোকান, হোটেল, আসবাবপত্র সহ বস্ত্রবিপিনও।আগুন লগার সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পরেছিল।আগুন ভয়বাহ আকার ধারণ করেছিলো।দমকল এসে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।পুলিশের প্রাথমিক অনুমান কোন দোকানের শর্ট সার্কিট থেকেই এই ভয়বাহ অগ্নিকান্ডের সুত্রপাত।
ওইদিন রাত ১০টা নাগাদ হঠাৎই জঙ্গিপুর লালগোলা রাজ্যসড়কের ধারে দাদাঠাকুর মোড়ে খাস জমিতে গড়ে ওঠা এই বাজারে ছেঁচা বেড়া দেওয়া কোন এক বাজারে প্রথমে আগুন লাগে তারপর চোখের পলকের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রথমে ওখানকার দোকানদারেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলো কিন্তু আগুন কমার জায়গাতে বরং উল্টে ভয়বাহ আকার ধারন করে।লেলিহান আগুনের গ্রাসে চলে যায় প্রায় ২৫০মিটার এলাকা। সর্বস্বান্ত হয়ে গেছেন প্রায় ৩০ জন মতো ব্যাবসায়ী। প্রথমে একটি ও পরে আরও দুটি দমকলের ইঞ্জিন নিয়ে আসেন আগুন নেভানোর জন্য।যদিও বাজার সংলগ্ন হাসপাতালটিতে কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি। সবমিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বাজারের উপর দিয়ে হাইটেনশন তার থাকলেও সকলের তৎপরতায় এড়ানো গেছে আরও বড় বিপদ।
{ads}