শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২৩ তারিখ সকাল নটার সময় তার এক্স হ্যান্ডেলে এমন কিছু বিস্ফোরক তথ্য ছাড়বেন, যা দেখে দেব বেরোতে পারবেন না।সেইমতো ২৩ তারিখে সকাল ন'টায় শুভেন্দু অধিকারী, তার এক্স হ্যান্ডেলে এনামুল হকের সাথে টাকা লেনদেনের কিছু তথ্য, যা ডায়েরির পাতায় লেখা আছে তা তিনি সমাজ মাধ্যমে দিয়েছেন। সেই ডায়েরির পাতায় এনামুল হক কাকে কত টাকা কিসের জন্য দিয়েছেন তা লেখা আছে। ওই ডায়েরির পাতায় দেখা যাচ্ছে দুই দফায় পঁচিশ পঁচিশ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা দেবের একাউন্টে দেওয়া হয়েছে। এছাড়াও দামি ঘড়ি এবং মোবাইল দেওয়া হয়েছে দেবকে।এই ডায়েরির পাতা প্রকাশ করে শুভেন্দু অধিকারীর দাবি দেব কে স্বীকার করতে হবে যে তিনি গরু চুরি টাকা নিয়েছিলেন।যদিও শুভেন্দু অধিকারীর দেওয়া এই তথ্যকে দেব এক কথায় উড়িয়ে দিয়েছেন।
{link}
তিনি প্রশ্ন করেন, যে তথ্য ই ডি এবং সিবিআই এর কাছে থাকার কথা, তা শুভেন্দু দার কাছে কি করে এল? তার মানে এটা প্রমাণ হয় যে ইডি সিবিআই এর সমস্ত তথ্য শুভেন্দু দাকে দেয়া হয়।শুভেন্দু দার সঙ্গে ডাইরেক্ট লিংক আছে ইডি সিবিআই এর। শুভেন্দু অধিকারীর দাবি, দেব কে স্বীকার করতে হবে সিনেমা করার জন্য গরু পাচারের টাকা নিয়েছিল। ইডি জিজ্ঞাসাবাদ করার পর টাকা ফেরত দিয়েছেন।। তিনি আরো বলেন এনামুলের ভাই পিন্টু র একাউন্টে টাকা গিয়েছিল।
এই দাবি করে শুভেন্দু বলেন এরকম অসৎ অপদার্থকে ঘাটালের লোক যেন ভোট না দেয়। এই বিষয়ে দেব বলেন, আমি এর সাথে যুক্ত নয়। আমাকে যতবার ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য আমি গেছি। যে ডায়েরী টা দেখানো হচ্ছে আমি ওই লোকটাকে চিনি না।শুভেন্দু অধিকারীর পোস্ট নিয়ে তিনি বলেন, তিনদিন ধরে হাওয়া গরম করা হলো যে বিশাল কিছু আসবে, একে তিনি ধমকানির এবং চমকানি ব্ল্যাকমেলিং এর রাজনীতি বলে উল্লেখ করেন।পাশাপাশি তিনি বলেন শুভেন্দু দার মত একজন পোড় খাওয়া রাজনীতিবিদের কাছ থেকে এটা আশা করা যায় না।আমি এতদিন চুপ ছিলাম কারণ কিছু তদন্ত চলাকালীন কিছু বলা যায় না। কিন্তু আজ আমি সবকিছু বলতে পেরে হালকা বোধ করছি এবং এর জন্য শুভেন্দু দাকে ধন্যবাদ।তিনি আমাকে এই সুযোগ করে দিলেন কারণ আমার দলের কর্মীরা আছে, ফ্যান আছে, পরিবার আছে শুভাকাঙ্ক্ষীরা আছে।
{link}
দেব বলেন পিন্টু মন্ডলের সাথে যত বড় সুপারস্টার হোক না কেন তারা কাজ করেছে। এই নিয়ে তিনি জিৎ পায়েল শুভশ্রীর নাম করেন।যেহেতু হিরনকে শুভেন্দু অধিকারী প্রার্থী করেছেন তাই হিরনকে যেকোনোভাবে হোক জেতাতে হবে।সেই জন্য এই ধরনের রাজনীতি করছেন বলে দেব বলেন।হিরনের তার পাটি কর্মী এবং নেতাদের কাছে গ্রহণযোগ্যতা নেই বলেও তিনি মন্তব্য করেন।এদিকে এই বিষয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিরন বলেন, আমি আড়াই বছর ধরে বলে আসছি, এই মানুষটির মুখ এবং মুখোশ আলাদা যা বলেন তার উল্টো করেন।। উনি আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে আমি যদি প্রমাণ করতে পারি টাকা নিয়েছিলেন উনি তাহলে সিনেমা ছেড়ে দেবেন।না হলে আমি রাজনীতি ছেড়ে দেব যদি না প্রমাণ করতে পারি।আজ উনি বলুন কি করবেন। হিরন বলেন, উনি কত বড় মিথ্যাবাদী তা দেখতে পাচ্ছি। ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে ২৫ লাখ করে দুটো টাকা ঢুকেছে ওনার নিজের ব্যালেন্স সিটে। তাহলে এতদিন ধরে উনি বলে আসছেন আপনি কাউকে চেনেন না আর এখন বলছেন টাকা ফেরত দিয়েছি।এনামুল যিনি তিহার জেলে আছেন তার ডায়েরির পাতাতে এই তথ্য আছে। এবার বাংলার মানুষের হাতে ছেড়ে দিলাম বিচারের দায়িত্ব, কে ধর্ম আর কে অধর্মের সাথে আছে।
{ads}