header banner

কোজাগরী লক্ষ্মীপূজার আগের রাতে মথুরাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত মৎস্য আড়ৎ

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল মৎস্য আড়ৎ। দমকলের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলি প্রাথমিকভাবে অনুমান। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত খটিরবাজার এলাকায়। ভোররাতে হঠাতই আগুন দেখতে পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত পুলিশ ও দমকল কে খবর দেয়। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষনে মৎস আড়তের অধিকাংশই চলে যায় আগুনের গ্রাসে। 

{link}
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে মডার্ন ফিস আড়ৎ তে হঠাৎ করে আগুন দেখতে পায় পথ চলতি মানুষেরা। তড়িঘড়ি খবর দেয়া হয় মথুরাপুর থানার পুলিশকে ও দমকলকে । ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন একটি ইঞ্জিনের প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণেয়ান আনা হয়। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ বশীভূত হয়ে যায় মৎস্য আড়ৎটি। পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দুটি দোকানে। আড়ৎ মালিক মৌরুদ্দিন পেয়াদা জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কি করব বুঝে উঠতে পারছিনা। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটে মাধ্যমে আগুন লেগেছে। তবে এখনও কি থেকে আগুন তা স্পষ্টভাবে জানানো হয়নি। 
{ads}

news fire lakshmi puja fish South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :