header banner

Siliguri : অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে ভক্তের আগমন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  অম্বুবাচী উপলক্ষে শুরু হয়েছে পুজো শিলিগুড়ির কামাখ্যা (Kamakhya) মন্দিরে। গত ২১ শে জুন থেকে শুরু হয়েছে পূজো পাঠ, চলবে আগামী ২৬ শে জুন পর্যন্ত। পরশি রাজ্য আসামে অম্বুবাচী (Ambubachi Mela) উপলক্ষে ঘটা করে আসামের কামাখ্যা মন্দিরে বিশাল করে পুজোর আয়োজন করা হয়ে থাকে।

{link}

এ বছরও সেখানে ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে পুজো। আসামের কামাখ্যা মন্দিরের পুজো যথেষ্টই প্রসিদ্ধ। সারা বছর ধরে এই মন্দিরে ভক্তদের আগমন হয়ে থাকে। তবে অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে পুজোর সময়কালে ভক্তদের ঢল নামে সেখানে। তবে প্রথম দিন থেকেই শিলিগুড়ির কামাখ্যা মন্দিরে ভক্তদের সমাগম হচ্ছে।

{link}

প্রচুর ভক্ত আসছেন এই পুজো দেখতে, পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পীদের দ্বারা পরিবেশিত হচ্ছে ভজন (bhajan) এছাড়া ঢালাও প্রসাদের ব্যবস্থা থাকছে। ভক্তরা এসে প্রসাদ নিচ্ছেন। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে গত একুশে জুন থেকে জুন থেকে পুজো শুরু হয়েছে, চলবে আগামী ২৬ শে জুন পর্যন্ত। ভক্তদের জন্য থাকতে প্রসাদের ব্যবস্থা। মহা ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো।

{ads}

News Breaking News West Bengal Siliguri Festival Puja Kamakhya Temple Ambubachi Mela occasion prasad bhajan সংবাদ

Last Updated :