header banner

Howrah : বালিটিকুরি ইয়ং অ্যাথলেটিক্স ক্লাবের হীরক জয়ন্তী পালন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: হাওড়া বালিটিকুরি ইয়ং অ্যাথলেটিক্স ক্লাবের  হীরক  জয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। রবিবার এই প্রভাত ফেরী ক্লাব প্রাঙ্গণ থেকে দাসনগর পর্যন্ত যায়। ক্লাবের সমস্ত সদস্য সদস্যা গন ও মোহন বাগানের সহ সভাপতি অসিত কুমার চট্টপাধ‍্যায় ছাড়াও বেশ কিছু বিশিষ্ট মানুষ এই প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন।

{link}

রবিবার বিকাল বেলায় সংঘ প্রাঙ্গনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। নাচ গানে ভরা এই উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিশিষ্ট সমাজসেবী তথা মোহনবাগানের সহ-সভাপতি অসিতকুমার চট্টোপাধ্যায়; প্রাক্তন পুরো পিতা ত্রিলোকেশ মন্ডল সহ বহু বিশিষ্ট জন। এছাড়া হাওড়া পুর সভার ৫০ নম্বর ওয়ার্ডে কাল্টু দাসের তত্তাবধানে আমরা দিদির সৈনিক এর তরফ থেকে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়।

{link}

এই উৎসবে আকর্ষণ ছিল নানা রকম সেজে শিশুদের নৃত‍্য। এছাড়াও মহিলাদের নাচ গানে জমিয়ে তুলে ছিল এই অনুষ্ঠান। মঞ্চে ভাষণ দিতে গিয়ে তৃণমুল নেতা সৌমেন ব‍্যাণজী বলেন আমরা দিদির সৈনিক হিসাবে কাজ করি। সব সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। অনুষ্ঠানে পুরসভার মুখ‍্য প্রশাসক ডঃ সুজয় চক্রবতী সহ এবং তৃণমুলের জেলা সহ সভাপতি অসিত কুমার চট্টপাধ‍্যায় সহ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

{ads}

News Howrah Balitikuri Holi Festival Manoj Tiwari Asit Kumar Chatterjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article