header banner

মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দিদির ভূতেরা কটাক্ষ সুকান্ত মজুমদারের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে আবার মহাগুরু। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবার বঙ্গ সফরে এলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বুধবার দক্ষিণ ২৪ পরগনা বাসন্তীতে একটি বিজেপির প্রতিবাদ সভায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল প্রচারে অন্যতম মুখ ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েতের আগে ফের বঙ্গ রাজনীতির ময়দানে জমিয়ে ব্যাট করতে নামলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর অন্যান্য বারের মতো এই বারেও তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বাসন্তীর ভারত সেবা আশ্রম সংঘ থেকে সোনাখালী বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি কর্মী সমর্থকরা ।এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।মিছিলে বিজেপির কর্মী সমর্থকেরা থাকলেও মিঠুন চক্রবর্তীতে চাক্ষুষ করতে রাস্তার দুপাশে ভিড় জমান বহু মানুষ। তাঁদের দিকে কখনও হাত নেড়ে, কখনও জোড়হাত করতে দেখা যায় মিঠুনকে। বিভিন্ন জায়গায় মিঠুনের উপরে পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

{link}

এদিন মিঠুন চক্রবর্তী জানান"আমি রাজনীতি করি না। মানুষের নীতি করি। আমি নেতা নই। আমি ক্যাডার।" পাশাপাশি, তিনি জানান, দল তাঁকে যে রকম নির্দেশ দেবেন, তিনি সেই কর্মসূচিতেই শামিল হবেন। এর পাশাপাশি রাজ্য সরকারের পরিবারতন্ত্র নিয়ে তোপ ডাকেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এছাড়াও সিএএ নিয়ে মানুষকে আশ্বাস করে বলেন যদি আপনাদের কাছে ভারতীয় নাগরিকত্বের পরিচয় থাকে তাহলে আপনাকে এই ভারতবর্ষ ছেড়ে কেউ তাড়াতে পারবে না। এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গেল ঝাঁঝালো বক্তব্যের সুর তিনি জানান, সুকান্ত মজুমদার এ দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদির দূত: প্রকল্পের কটাক্ষ করে তিনি বলেন এখন মানুষের দুয়ারে দুয়ারে দিদির ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করে দিচ্ছে রাজ্যের শাসক দল। গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিচ্ছে এই শাসকদলের নেতা নেতৃত্বরা। এর পাশাপাশি তিনি বলেন সিএ নিয়ে আপনাদের ভয় দেখানো হচ্ছে, যদি ভারতবর্ষের সিএ লাগু হয় তাহলে আপনাদের যদি সঠিক পরিচয় পত্র থাকে তাহলে আপনাদেরকে ভারত বর্ষ ছেড়ে চলে যেতে হবে না। দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের কথা ভেবে যে অর্থ বরাদ্দ করছে সেই অর্থ গরিব মানুষ পাচ্ছে না। বরং সেই অর্থ ঢুকে যাচ্ছে রাজনৈতিক নেতাদের পকেটে। এই দিনে কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি পঞ্চায়েত ভোটের রূপরেখাও তৈরি করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটে সাধারন মানুষকে ভয় ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সুকান্ত মজুমদার আহবান করেন। এখন দেখার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি রাজ্যের শাসকদল কে কতোটা বড়ো ধাক্কা দিতে সক্ষম হয়।

{ads}

news BJP TMC West Bengal politics সংবাদ

Last Updated :