header banner

Digha : দীঘার সৈকতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দীঘার (Digha) জগন্নাথ ধামে (Jagannath Dham) নতুন মন্দির উদ্বোধন ও রথযাত্রা (Rath Yatra) উৎসব শুরু হবে আগামী বছর থেকে। সোশ্যাল মিডিয়ায় এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অবশেষে জল্পনার অবসান দীঘার সৈকত সুন্দরীতে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির কবে উদ্বোধন হবে সেই নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল।

{link}

অবশেষে সেই জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার পালকে জুড়তে চলা নবরূপে সেজে ওঠা জগন্নাথ দেবের মন্দির এই বছর রথ যাত্রার উদ্বোধন হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না হবে আগামী বছর। এখনো পর্যন্ত মন্দিরের কাজ কিছুটা বাকি রয়েছে। আগেই ঘোষণা করেছিলেন মন্দিরের কাজ একেবারে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই রথযাত্রা উৎসব সহ মন্দিরের জগন্নাথ ধাম উদ্বোধন সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল  মিডিয়ায় (Social Media) লিখেছেন- আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর (Puri) ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে পশ্চিমবঙ্গে দীঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি গর্ব-উদ্দীপক মন্দির তৈরি করছি যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর থেকেই এই মন্দিরে রথের রশিতে টান পড়বে।

{link}

কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হল, কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনো অসম্পূর্ণ থাকায় আমরা আগামী বছর থেকেই দীঘায় রথযাত্রা পালন করব। পুরীর মন্দিরের রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধায় পালিত হবে দীঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত। এই নূতন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি-সাধনের প্রকল্প। বাঙ্গালীদের কাছে বরাবরই প্রিয় ডেস্টিনেশন হলো দীঘা সমুদ্র সৈকত। সেখানে এবার বাড়তি পাওনা হতে চলেছে  জগন্নাথ দেবের মন্দির। ইতিমধ্যেই ঠাকুর চলে এলেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে এখনো। ইতিমধ্যেই নতুন রথ নির্মাণের কাজ শেষের পথে। তবে এবার রথযাত্রা হবে কিনা তা নিয়েও চলছিল জল্পনা। অবশেষে  জেলা শাসকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এবার রথযাত্রা হচ্ছে না।

{ads}

News Breaking News West Bengal Digha Jagannath Dham Social Media Rath Yatra Mamata Banerjee CM

Last Updated : 9 months ago