header banner

বছরের শেষ দিনে পর্যটকদের রেকর্ড ভিড় দীঘায়

article banner

নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে মেতে উঠতে প্রতি বছরই টুরিস্ট সাইটগুলিতে পর্যটকদের ভিড় হয় চোখে পড়ার মতো। সেই মতোই এবারেও বছর শেষে ২০২০ কে বিদায় জানিয়ে ২০২১ কে স্বাগত জানাতে দীঘায় ভিড় করেছেন পর্যটকেরা । সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক মানুষ মেতে উঠেছেন আনন্দ উচ্ছ্বাসে। নিরাপত্তার কথা ভেবে প্রশাসনিক ভাবে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে নুলিয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এর লোকজন দের সংখ্যা। কার্যত বহুদিন ধরে লকডাউনে গৃহবন্দী থাকার ফলে মানুষের নিজেকে খাঁচায় বন্দি পাখির মতো মনে হতে শুরু করেছিল। তাই খাঁচার দরজা খুলতেই মানুষ বেরিয়ে পড়েছে একছুটে সমুদ্র, পাহাড় কিংবা অরন্যের টানে। কেউ বা এসেছেন নিজের ফ্যামিলি নিয়ে আর কেউবা এসেছেন বন্ধুদের সাথে। তথ্য বলছে আজ দীঘায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে, যা বছরের শেষ দিনে সর্বাধিক। অপর দিকে মন্দারমনি সহ তাজপুরেও পর্যটকদের সংখ্যা বিপুল। যার ফলে কার্যত এখন আবারও আগের মতোই মানুষের পায়ের ভিড়ে প্রানবন্ত হয়ে উঠেছে টুরিস্ট স্পটগুলি। কিন্তু পর্যটকদের মতে হোটেলের ভাড়া বেশ খানিকটা বাড়ানো হয়েছে।
সমস্যাটা কিন্তু অন্য যায়গায়, উৎসবের আনন্দে মানুষ নিতান্ত অবহেলার আবহে উড়িয়ে দিচ্ছে করোনার সমস্ত বিধিনিষেধ। কার্যত করোনার বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কোন দূরত্ব বজায় না রেখেই আনন্দে মেতেছেন সবাই, সেইভাবে প্রায় কারুর মুখেই নেই মাস্ক। উৎসবের আনন্দে মেতে উঠুন, কিন্তু বজায় রাখুন সতর্কতাগুলি। সতর্কতা মানলে সুরক্ষিত থাকবে আপনার জীবন, সাথে আপনার পরিবার ও কাছের মানুষগুলিরও। 

{ads}


 

Digha Tourist Tourism End of the Year New Year Festival West Bengal India

Last Updated :