শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রীর প্ৰিয় দিঘা (Digha ) এখন পর্যটকে পূর্ণ। আর বিশেষ করে রথ উপলক্ষে লোকে লোকারন্য। সেই অবস্থাতেই চালু হলো দিঘা যাত্রার নতুন রুট। পুরুলিয়া (Purulia) থেকে দিঘা যাওয়া এখন আরও সহজ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে সূচনা হল পুরুলিয়া থেকে দিঘা সরকারি বাস পরিষেবার।
{link}
এবার এক সফরেই ‘তীর্থ ও পর্যটন’। খরচ একেবারেই মধ্যবিত্তের হাতের নাগালে। পুরুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এই সরকারি বাসটি প্রত্যেকদিন পুরুলিয়ার এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সকাল ৬ঃ৪৫ মিনিটে এবং দিঘায় পৌঁছবে বিকেল ৩’টেয়। দিঘা থেকে ফেরার সময় ছাড়বে সকাল ৬ঃ৪৫ মিনিটে, পুরুলিয়ায় পৌঁছবে বিকেল ৩’টেয়। বাসের ভাড়া মাত্র ২৪৫ টাকা।
{link}
বাসটি চলবে বরাবাজার, বান্দোয়ান, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শিলদা, ঝাড়গ্রাম, লোধাশুলি, গুপ্তমনি, কেশিয়াড়ি, বেলদা, এগরা, কাঁথি হয়ে দিঘা পর্যন্ত। একেবারে গভীর জঙ্গলের মধ্য দিয়ে প্রকৃতির অপরূপ রূপের স্বাদ উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে দিঘায়। এ প্রসঙ্গে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, রথযাত্রার পূর্বে জঙ্গলমহলবাসীর কাছে এটি একটি উপহার বলা যেতেই পারে।
{ads}