header banner

Dilip Ghosh : ২১ জুলাই দিলীপের চমক?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন যে দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি বিজেপিতে যাচ্ছেন? বিশেষ করে ২১ জুলাইয়ের মঞ্চে তাকে কি দেখা যাবে? একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ রয়েছে। তৃণমূলে যাবেন কি না, তা নিয়ে খোলসা কিছু করলেন না দিলীপ। হেঁয়ালি রেখেই জবাব দিলেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “একুশে জুলাই একটা মঞ্চ হবে নাকি। অনেক মঞ্চ হবে। বিজেপিরও মঞ্চ হবে।” তাঁকে কি তৃণমূলের মঞ্চে দেখা যাবে?

{link}

সরাসরি প্রশ্নে তাঁর জবাব, “দেখা যাক। অপেক্ষা করুন। বিজেপি মানেই চমক।” গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিঘায় সস্ত্রীক গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছিল দিলীপকে। বিষয়টিকে যে তাঁরা ভালভাবে নেননি, রাজ্য বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল। তারপর থেকেই দিলীপ বিতর্ক সমানে চলেছে। এমনকি, রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি ছিলেন না।

{link}

তারপরই তাঁর তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে। তবে গতকাল দিলীপের দলবদল নিয়ে প্রশ্নের জবাবে শমীক বলেছিলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নয়।” এখানেই না থেমে তিনি বলেন, “দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না।”

{ads}

News Breaking News Dilip Ghosh BJP সংবাদ

Last Updated :