header banner

মানুষকে ব্যাতিবাস্ত করে রাজনীতি করাই অভ্যাস , দিলীপ

লক্ষ্য , দল গঠনের পদ্ধতি ও নানা কর্মসূচি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন ।দু দিনের জন্য এসেছিলেন কিন্তু চলে গিয়েও তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই ।
হেস্টিংসে সাংবাদিক সম্মেলন করে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন গত দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন এবং তারপর থেকেই তৃনমূল এবং বিরোধীরা নানা কথা রটাচ্ছেন তারই প্রতিবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন বাকুড়ায় আদিবাসী অর্থাৎ বিভীষণ হাঁসদার বাড়ি মধ্যাহ্নভোজন করেছিলেন সেই পরিবারের সাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে ছিলেন তিনি। কিন্তু তারপরে বিরোধীরা অপ্রচার করছে।  অমিত শাহ দীর্ঘক্ষন তাদের বাড়িতে ছিলেন এবং তার মেয়ের চিকিৎসার কথা বলেছেন। আসলে বিরোধীরা এরকম মন্তব্য করছে কারণ তারা কখনও কোনো গরিব দের বাড়িতে গিয়ে এইরকম আতিথিয়তা পাননি ।তাই এই রকম মন্তব্য করছেন বলে জানিয়েছেন। ।এর পাশাপাশি তিনি জানিয়েছেন মতুয়া সম্প্রদায়ের জন্য কোন দল কি করেছে তারাই বলবে। 
দীর্ঘ আট মাস করোনার প্রভাব রাজনীতির ময়দানের লড়াই কার্যত বন্ধ রেখেছিল , কিন্তু আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি যথাযথ ভাবে পালন করাই এখন সমস্ত দলের প্রধান উদ্দেশ্য । দলগঠন , বুথের কাজকর্ম , সোশ্যাল মিডিয়াতে গ্রুপ তৈরি করে তাতে কর্মসূচির নির্দেশ দেওয়া এইগুলিতেই ব্যাস্ত সমস্ত দলনেতা ।  {ads}
 

bjp india bjp song breaking news black lives matter howrah howrah news howrah news bengali howrah news live howrah news today howrah news today bengali howrah news today live donald trump us election

Last Updated :