header banner

বাগযুদ্ধেই লড়াই

দিদির বিয়াল্লিশে বিয়াল্লিশ না হলেও “উনিশে হাফ, একুশে সাফ” বিজেপির এই পরিকল্পনার প্রথমটা ঠিক হয়েছে পরেরটাও হবে বলে মঙ্গলবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালে প্রাতভ্রমন এবং যোগাসন শেষে এক সাক্ষাৎকারে এইরূপ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন ২০২১ এর আসন্ন নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে তাদের ক্ষমতা কতটা। তাই তৃনমূলকে বিজেপির জন্য ভাবতে হবে না। বনগাঁ এবং ব্যারাকপুরের সিট যেভাবে বিজেপি ছিনিয়ে নিয়েছে সেভাবেই আগামী দিনে তৃনমূলের অনেক সিটই তারা ছিনিয়ে নেবে। রাজ্যে পরীক্ষা দিতে রাজি বিজেপি। পাশাপাশি আগামী দিনে বিজেপিই মানুষের কাছে পৌঁছাবে বলে মন্তব্য করেন দিলীপ বাবু। {ads}
এছাড়া একইসাথে সাক্ষাৎকারে তৃনমূলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে একহাত নেন তিনি। তিনি জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির বিপক্ষে সমস্ত কথা বলছে তার কোন প্রমাণ নেই। তাছাড়া এর আগেও তিনি বা তৃণমূল অনেক কথাই এরকম বলেছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের সেনাদের কটাক্ষ করতে পারে সেখানে তার চেলারা এরকম মন্তব্য করতেই পারে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। একএকথায় ভোটের আগে বাগযুদ্ধেই লড়াইয়ের দামামা বেজে উঠেছে রাজ্যে। {ads}

Dilip Ghosh BJP Jyotopriya Mallick TMC 2021 assembly election Mamata Banerjee

Last Updated :

Related Article

Latest Article