header banner

রবীন্দ্রনাথকে নিয়ে ব্যাবসা করেছে তৃনমূল- দিলীপ ঘোষ

article banner

রাজনৈতিক বাগযুদ্ধ অব্যাহত পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। এবার সব পেরিয়ে রাজনৈতিক তর্ক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছেন বাঙালির প্রানের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বেহালা শ্রী সংঘে এসে গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু যে প্রেস কনফারেন্স করেছিলেন আজ তার বিপরীতে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন যারা এতদিন রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা করছিলেন তাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথকে কেউ ছিনিয়ে নিচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে ধান্দা করছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন তিনি। এতদিন যে রবীন্দ্রনাথের গান রাস্তার সিগন্যালে ব্যাবহার করা হচ্ছিল, তা বন্ধ করে দেওয়া হল, তৃনমূলের টেন্ডেন্সি ব্যাবহার করব ছেড়ে দেব। আমরা মহাপুরুষদের যোগ্য সম্মানদিয়েছি।  বিশ্বভারতী জমি মাফিয়া দের হাতে চলে যাচ্ছে,  রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেটা যদি কেউ ঠিক করতে আসে তাহলে কি সেটা ভুল? দিদি কষ্ট পাচ্ছেন । নিজের দিকে তাকান দিদি রবীন্দ্রনাথের ছবি নেওয়ার যোগ্যতা আপনাদের নেই। উনি  সরকারি প্রোগ্রামকে পারিবারিক প্রোগ্রাম করে নিয়েছেন বলে এদিন মন্তব্য করেছেন বিজেপির এই শীর্ষ নেতৃত্ব। এছাড়াও এদিন তিনি পড়ুয়াদের যে ট্যাব দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেই ১০০০০ টাকা কে তিনি কাটমানি হিসাবে ব্যাঙ্গ করেছেন। মূখ্যমন্ত্রীর সিঙ্গুরের কৃষি হাব ঘোষণা নিয়ে তিনি বলেন সিঙ্গুরে কোম্পানি তৈরি হবে যারা ভাবছেন তারা দিবা স্বপ্ন দেখছেন । শুধু সিঙ্গুর নয় সিঙ্গুরে কারখানা যদি হতো আরো সহায়ক শিল্প হত মানুষের কর্মসংস্থান হত। সিঙ্গুরের উর্বর জমিতে এখন শুধু জঙ্গল এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। বেহালা শ্রী সংঘেই সৌমিত্র খাঁ স্ত্রীর উপলক্ষেও কটাক্ষ করন দিলীপ ঘোষ, তার বিস্ফোরক মন্তব্য থেকে বাদ যাননি তৃনমূল নেতা সৌগত রায়ও।  
বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তপ্ত রাজনৈতিক মহলে বাগযুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে। একের পর এক বিষয় নিয়ে এক পক্ষ ওপর পক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে ইচ্ছুক নন। কিন্তু সেই বিষয় এখন হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কোথাও থেকে হয়ত রবীন্দ্রনাথ পরিস্থিতি দেখছেন আর মনে মনে হাসছেন। অন্তত তার মতো একজন ব্যাক্তিত্বকে রাজনীতির বাইরে না রাখলেই নয় কি? 
 

{ads}

Dilip Ghosh BJP Rabindranath Tagore West Bengal Election Politics India

Last Updated :