header banner

দলের ভাঙনই কি প্রত্যাশা বৃদ্ধি করছে প্রতিপক্ষের শিবিরে?

শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণকালে শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্বপদ থেকে ইস্তফা নেওয়ার বিষয়ে ফের মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন পরিবহণ মন্ত্রীর অবসর নেওয়ায় তৃণমূলের বিপর্যয়ের পথ প্রশস্ত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। {ads}
সাংবাদিকদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে প্রতিশ্রুতি এবং কল্পতরু দিদি বলে আখ্যা দেন দিলীপ বাবু। তিনি এই মন্তব্যও করেন যে, যদি দশ বছর আগে কল্পতরু হতেন তাহলে এইভাবে তৃণমূলের বিধায়ক এবং সাংসদেরা দল থেকে ধীরে ধীরে ইস্তফা নিতেন না। শুভেন্দু অধিকারীর দল থেকে বিদায় নেওয়ার পরেই দলে বিপর্যয় নেমে আসবে বলে দাবি করেন তিনি। তৃণমূলের ঘর ভাঙার কথা বলে আত্মবিশ্বাসের সাথে দাবি করেন, আগামী একমাসের মধ্যেই আরও অনেক বিধায়ক এবং সাংসদ দল থেকে ইস্তফা দেবেন।  ফলস্বরূপ, এই অচলাবস্থা সামলাতে প্রায় প্রত্যেক সপ্তাহেই দলের তরফ থেকে বৈঠক করা হবে। 
আগামী ৮ এবং ৯ তারিখে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফর করবেন বলে জানান দিলীপ ঘোষ। সেই সময়ে আয়োজিত সমস্ত সভা এবং বৈঠকের কথা পরবর্তীকালে দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। তাই, রাজ্যের নির্বাচনের পূর্বে জনমত গঠন করার প্রক্রিয়া বেশ জোড় কদমে শুরু করেছে দিল্লী শিবির তা স্পষ্ট প্রতীয়মান  দিলীপ বাবুর সাক্ষাৎকারে.{ads}       
 

Dilip Ghosh Eco Park Suvendu Adhikari Resignation from Transport Ministry BJP TMC 2021 Election West Bengal

Last Updated :