header banner

"কথা দিয়েছিলাম পাশে থাকবো" – দিলীপ ঘোষ

বাংলায় বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি এবং তৃণমূলের পারস্পরিক রাজনৈতিক সংঘর্ষে একে অপরকে কালিমালিপ্ত করা খুবই দৈনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতেই  বাগনানে নিহত বিজেপি কর্মী কিঙ্কর মাজির নিহত হওয়ার পর তাঁর পরিবারের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দলের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন দিলীপ বাবু। {ads}
ঘটনাস্থলে এসে দিলীপ বাবু বলেন, “আমরা কারোর মৃত্যু নিয়ে  রাজনীতি করি না। আমরা কথা দিয়েছিলাম ওদের পাশে থাকব। তাই সামান্য কিছু সাহায্য করে গেলাম।" গত ২৩শে অক্টোবর বাগনান থানার অধীনে অবস্থিত বেনাপুর গ্রামের বিজেপি কর্মী কিঙ্কর মাজিকে রাতের অন্ধকারে দুষ্কৃতি গুলি করে সেই মূহূর্তেই পালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরবর্তী কালে অবস্থার অবনতি হলে তাঁকে বদলি করা হয় কলকাতায়। চিকিৎসা চলার কিছুদিনের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 
এইরূপ ঘটনার কারণ হিসেবে দিলীপ বাবু দায়ী করেন রাজ্যের পুলিশী ব্যাবস্থাকেই। তিনি জানান যে রাজ্যে আইনের শাসন নেই এবং পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে। তাই, বিরোধী দলের হয়ে কোনো কর্মী কাজ করলেই হয়তো তাকে গ্রাম ছাড়া হতে হচ্ছে আর নয়তো তাকে থাকতে হচ্ছে জেলে। দলীয় কর্মী কিঙ্কর মাজির পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়ার সময় তিনি স্পষ্ট জানান যে এই অন্যায়ের জবাব বাংলার মানুষ দেবে। বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করলে একটি বিষয় খুবই স্পষ্ট যে, ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াই করার তাগিদে প্রত্যেকটি রাজনৈতিক দলই জনসংযোগ বৃদ্ধির পথে অবতীর্ণ হয়েছে।  {ads}

Dilip Ghosh Kinkar Majhi BJP Murder five Lakh Cheque Help TMC Mamata Banerjee West Bengal

Last Updated :