header banner

তবে কি শুধু সময়ের অপেক্ষা ?

রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজ্য মন্ত্রীসভা থেকে ইস্তফা নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর পদত্যাগ কোনো অনভিপ্রেত ঘটনা নয় বলে তিনি জানান। পরিস্থিতি যেদিকে যাচ্ছিল তাতে এই ঘটনা ঘটতই বলে দাবি করেন তিনি। {ads}
আজ অপরাহ্নে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে মন্ত্রীসভা থেকে ইস্তফা নেন শুভেন্দু অধিকারী। তার পরেই রাজনৈতিক মহলে উত্তেজনা শুরু হয়ে যায়। বেশ কিছুদিন ধরে চলমান সমস্ত জল্পনার অবসান ঘটে আজ। ইস্তফার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেই  দিলীপ বাবু জানান, এভাবেই ধীরে ধীরে তৃণমূলের শীর্ষ স্থানীয় অনেক নেতাই পদত্যাগ করবেন। তিনি এটাও জানান যে, যদি কেউ তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিতে চান তাহলে তাদের  সাদরে আমন্ত্রণ জানানো হবে দলের তরফ থেকে।“ওই পার্টিতে কোনো ভদ্রলোক থাকতে পারেনা, কোনো গণতন্ত্র নেই”, মন্তব্য করেছেন তিনি।  এছাড়াও তিনি বলেছেন, এর আগেও অনেক সাংসদ এবং বিধায়ক দল ত্যাগ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। 
আজ পরিবহন মন্ত্রীর পদত্যাগ সাড়া ফেলেছে বাংলার রাজনৈতিক মহলে। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই জয়ের রাস্তা একধাপ বাড়িয়ে দেবে বিজেপির পক্ষ নিয়ে। তাই শেষ পর্যন্ত কি এই বিদায় কঠিন করে দেবে তৃণমূলের জয়ের পথকে?   {ads}
 

Dilip Ghosh Suvendu Adhikari Resignation BJP TMC 2021 Election West Bengal

Last Updated :