মঙ্গলবার সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার বর্তমান অবস্থার বিষয়ে ফের মুখ খুললেন। আজ স্বাস্থ্য সাথী প্রকল্পে বাংলার সমস্ত মানুষের নাম নথিভুক্ত করার উদ্যোগকে সরকারের মিডিয়া স্টান্ট বলে সম্মোধন করলেন তিনি। প্রকল্প নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি রাজ্য সরকারের কাছে পূর্ববর্তী প্রকল্প প্রয়োগের ফলাফল জানানোরও দাবি জানান।
এদিন সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলার সরকার সম্পূর্ণ পরিকল্পনা একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে জনসমর্থন পাওয়ার তাগিদে করছেন। তবে তিনি বাংলার মানুষের প্রতি আস্থা রেখে জানান এই প্রচেষ্টাগুলির মাধ্যমে কোনোভাবেই সরকার মানুষের সমর্থন পাবে না। অন্যদিকে মদন মিত্রের করা মন্তব্যেও তিনি একমত হয়ে নিজের মতামত প্রকাশ করেন। মদন মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে দলের পক্ষ থেকে তার সব কাজের পরিকল্পনা নির্ধারণ করে দেওয়া হয়। ফলত, সে বিষয়েই দিলীপ বাবু মদন মিত্রের কথায় সম্মতি জানিয়ে দলের কাজের নিন্দা জানান। {ads}
এ মাসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য সফরে আসা নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান যে নির্বাচনের আগে সর্বভারতীয় নেতৃত্ব এবং পর্যবেক্ষকেরা প্রত্যেকেই রাজ্যের পর্যবেক্ষণ করে থাকেন। পরিস্থিতি বোঝার তাগিদেই এই পরিকল্পনা প্রহণ করে থাকেন তারা। দলের কর্মীদের মনবল বৃদ্ধির জন্যেই এই প্রয়াস। বিভিন্ন অভিজ্ঞ ব্যাক্তির প্রদর্শিত পথে চলে দল আগেও উপকৃত হয়েছে। ফলত, বিভিন্ন ক্ষেত্রে দলের দুর্বলতাগুলি মেটানোর জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব চলতি মাসে রাজ্য সফরে আসতে পারেন।
দলের ভিত শক্ত করতে এ মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু হবার কথা জানান দিলীপ ঘোষ। পর্যবেক্ষণের কথা উল্লেখ করতে গিয়ে আগামী ২ এবং ৩ তারিখ তিনি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় থাকবেন বলেও জানান। ফলত, রাজ্য সভাপতির মন্তব্য থেকে একটি বিষয় খুবই স্পষ্ট প্রতীয়মান, যে একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যে দলের অবস্থান আরও মজবুত করতে এবং দুর্বল জায়গা শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে দিল্লী শিবির। {ads}