শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আবার নতুন করে শুরু হয়েছিল দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিতর্ক। তিনি কি তৃণমূলে যোগ দেবেন? এই বিতর্কের উত্তর মঙ্গলবারই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দিয়ে দিয়েছেন। এবার দিল্লি থেকে মুখ খুললেন দিলীপ স্বয়ং। বুধবার শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ বলে দিলেন, “যে পার্টি দাঁড় করিয়েছে, সে কেন দল ছাড়বে?” তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা শোনা গেল দিলীপের মুখে।
{link}
বলে গেলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনও অভিযোগ নেই। দিলীপ ঘোষ যে অভিমানী সেটা বোধ হয় আর আলাদা করে বলার দরকার পড়ে না। বেশ কিছুদিন দলের কর্মসূচিতে দেখা যায় না। দলের কোনও বড় নেতা এলে ডাক পেতেন না। সাংগঠনিক বৈঠকে ডাকা হত না। এমনকী কোথাও গেলে স্থানীয় কর্মীদের সহযোগিতা পেতেন না। এর মধ্যে তাঁর দলবদলের জল্পনাও শোনা গিয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন।
{link}
দিল্লিতে তলব পেয়ে হাবেভাবে আমূল বদল। বুঝিয়ে দিলেন, দলবদলের প্রশ্ন আর নেই। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাইছেন। অভিমান এখনও আছে, তবে তিনি বিজেপির ‘শৃঙ্খলাবদ্ধ’ সৈনিক। অন্তত দিল্লিতে শিবপ্রকাশের সঙ্গে দেখা করার পর তেমনটাই জানালেন দিলীপ। বোঝা গেল, অভিমানী দিলীপ দিল্লির পেপটকে খানিকটা চাঙ্গা হয়েছেন।
{ads}